ঈদুল আযহা ২০২৪ শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, মেসেজ ও উক্তি

Share on:
ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, মেসেজ ও উক্তি

ঈদ-উল-আযহা কুরবানীর ঈদ নামেও পরিচিত। এছাড়াও শুভ বকরা ঈদ নামেও পরিচিত এ ঈদ। ধর্মীয় শরীয়া অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়ে থাকে। বর্তমানে অনেকে আছে ঈদের দিনে প্রিয়জন ও আপনজনদের ঈদুল আযহার উক্তি লিখে মেসেজ ও শুভেচ্ছা পাঠানোর জন্য অনলাইনে ঈদুল আযহার উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ ও শুভেচ্ছা বাণী অনুসন্ধান করে। তাই আজকের পোস্টে আপনাদের মাঝে অসাধারণ কিছু ঈদুল আযহার উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ ও শুভেচ্ছা বাণী তুলে ধরতেছি।

ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা

কাল ঈদুল আজহা,,, সাজবে তুমি মেহেন্দী দ্বারা.,,, রাঙ্গাবে দুটি হাত। এই আনন্দের সময়টুকু কাটুক তোমার বারো মাস…… ঈদ মোবারাক।

ঈদ মানে, পূন্য তিথী,,,,, ঈদ মানে, আনন্দ আশা,,, ঈদ মানে, ভালোবাসা,,,,  ঈদ মানে, মিষ্টি মুখ,,, ঈদ মানে,,,, চাঁদ পানে চেয়ে দেখার সুখ। সবাইকে ঈদ মোবারক।

পড়েছে আজ চাঁদের নজর,,,,, তাইতো পেলাম ঈদের খবর। হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,,,,, সবাই পেলো ঈদের বাতাস। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ☪️ঈদ মোবারাক☪️

শুভেচ্ছা রাশি রাশি,,,,, গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই? NTB না Channel-I? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট? উইশিং মাই হার্ট…. ঈদ মোবারক।

চেয়ে দেখো নীল আকাশ চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ খুশীর বার্তা নিয়ে সেই খুশিতে,,,,,,,, মোদের বাড়ি দাওয়াত দিলাম আসিতে। ঈদ মোবারক।

তোমার জন্য ছিলো কত অপেক্ষা তাই বুঝি দিয়ে ১বছর পর দেখা । ঈদ মোবারাক।

ঈদ নিয়ে আসে অনেক আনন্দ, ঈদ মুছে দেয় দূরত্ব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজারও দুঃখ-কষ্টের মাঝেও একটুখানি হাসি।

মেঘ বৃষ্টি রোদের দিন ইনভাইট করলাম ঈদের দিন, মিষ্টি মধুর হাসিতে ইনভাইট করলাম আসিতে, আসতে যদি না পারো, ঈদ মুবারক গ্রহণ করো। (ঈদুল আযহা)

ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,,,,, মুছে যাক সকল দুঃখ-বেদনা। হৃদয় আজ হারিয়ে যাক হাসির বৃন্দাবনে…,,, রেখে যাবো তোমার হৃদয়ের কোণে….. ঈদ মোবারক,,,,…

আজ আমার প্রাণের সুখে প্রদীপ জ্বেলে প্রদীপ জ্বালায়, লক্ষ তারার মাঝে আলো, আকাশে আলো, আকাশে আলো। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।

ঈদ মানে হাসি,,,, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালবাসা। ঈদ মানে দূর আকাশে মিস্টি চাদের হাসি। ঈদ মানে সুক সাগোরা সোবাই মিলা ভাসি। ঈদুল আযহা শুভেছা,,, ঈদ মোবারক।

তোমার হাসিতে সুখে থেকো,,, হাসি যেমন ফুলে যায়। পৃথিবীর সব দুঃখ ভুলে যাক তোমায়,,,,,,,,,,,,2 হাত উড়ে আজ আকাশে পাখি হয়ে উঠি.. আজ তোমার খুশির ঈদ।

ঈদুল আযহার শুভেচ্ছা স্ট্যাটাস

ময়না তোতারে ডাকিয়া বলে ঈদের চাঁদ দেখবি তাহলে আয়, ক্ষীর সিমুই আর পিঠে পুলি মুখে কও মিষ্টি মধুর বুলি। সকলের তরে সকলে হও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা তোমরা নাও। ঈদ মোবারক

পবিত্র ঈদুল আযহা প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক

এই পবিত্র ঈদুল আযহায় আল্লাহর অপরিসীম আশীর্বাদ তোমার উপর পড়ুক। তোমার জীবন সুখ আনন্দে পরিপূর্ণ থাকুক। ঈদ মোবারক

খুশির এই দিনগুলো কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে ঈদ আসুক নেমে। সবাইকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক

তোমার স্বপ্নগুলি সত্যি হোক মনের আশা পূরণ হোক। কষ্টগুলো দূরে যাক, খুশিতে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারক তোমার জন্য। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক

নতুন দিনে নতুন জামা কাপড় পড়ে নিও, বেশি করে সালামি নিও, পেট ভরে খাওয়া দাওয়া করে মন ভরে ঘোরাফেরা করো। জানাচ্ছি ঈদ মোবারক,, ঈদ মোবারক,, ঈদ মোবারক

সাজবে সবাই নতুন ভাবে নিত্যনতুন পোশাকের সাথে, রং লেগেছে সবার মনে মধুর ওইখানে খুশির হাওয়া লাগল মনে নাচবে সবাই ক্ষণে ক্ষণে। ঈদ মোবারক

ঈদ মানেই তোমার প্রতি এক আকাশ পরিমাণ ভালোবাসা, ঈদ মানেই দূর আকাশের মিষ্টি হাসি, ঈদ মানেই সুখ-দুঃখ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া। ঈদ মোবারক

ঈদের রাত পোহালেই পবিত্র ঈদুল আযহার দিন, উপভোগ করব সারাদিন ঈদ পাবে না প্রতিদিন, বন্ধু তোমার দাওয়াত রইলো ঈদের দিন। ঈদ মোবারক

কষ্টের আড়ালে সুখের রাত্রি, রাত পার হলেই ঈদের খুশিতে শুরু হবে সবার ঘরে, সবার প্রতিটা জীবন অনেক সুখী হোক তাই সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ

দিনে গরম রাতে শীত, সামনে আসছে কোরবানির ঈদ। সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল। ঈদে থাকবো হাসিখুশি তোমাকে চাই পাশাপাশি। ঈদ মোবারক

কিগো চাঁদ তুমি কি খুশি নিয়ে এলে? খুশির অভাসে আজ পৃথিবী দোলে, তোমার জন্য ছিল কত অপেক্ষা তাই বুঝি দিলে ১ বছর পর দেখা। ঈদ মোবারক

ঈদ নিয়ে আসে অনেক আনন্দ ও ঈদ মুছে দেয় দূরত্ব।ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার দুঃখ কষ্টের মাঝেও একটু খানি হাসি। ঈদ মোবারক

পড়েছে আজ চাঁদের নজর, তাইতো পেলাম ঈদের খবর। হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেল ঈদের বাতাস। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক

ভোর হলো দূর চোখ খুলে দেখরে, রোজার ঈদ শেষ কোরবানির ঈদ চলে এলোরে, নতুন জামা পড়বোরে সবাই মিলে ঘুরবোরে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত। তখন কিন্তু দেব আড়ি, যাব না আর তোমার বাড়ি।

পবিত্র ঈদুল আযহা আপনার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি, আনন্দ ও ইতিবাচকতা। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।

ঈদ মানেই তোমার প্রতি আমার ভালোবাসা,ঈদ মানেই দূর আকাশের মিষ্টি চাঁদের হাসি,ঈদ মানে সুখ ভাগাভাগি করে নেওয়া। ঈদ মোবারক ।

রংধনু আসে সাত রং নিয়ে, সুবাস আসে ফুলের টানে আর বন্ধু আসে বন্ধুত্বের টানে, মন কেটে যায় মনের টানে ঈদ আসে খুশির টানে। ঈদ মোবারক ।

কার্ড ঈদে কার্ড দিতে পারলাম না, তুমি দূরে বলে।মুখে বলতে পারলাম না, নাম্বার নাই বলে। তাই তোমাকে বলছি সুন্দর হোক তোমার ঈদের দিন, দাওয়াত রইল কোরবানির দিন।

ঈদুল আযহার উক্তি

ঈদ এসেছে ভাই ঈদ এসেছে, আজকে খুশির বাঁধ ভেঙেছে, শাওয়াল মাসের ওই চাঁদ উঠেছে আকাশে, আজ ঈদ এসেছে সেদিন আর নয় বেশিদূর। ঈদুল আযহার শুভেচ্ছা

আল্লাহর দয়ায় তোমার জীবন হোক খুব সুন্দর আর আনন্দে ভরে উঠুক তোমার জীবন। ঈদ মোবারক

ওই দেখা যায় ঈদের চাঁদ, ঈদের আনন্দ করবো সবাই কেটে যাক ঐ মধুর রাত,কাল ঈদের খুশির দিন আজ সবাই দেখো ঈদুল আযহার চাঁদ। ঈদ মোবারক

আজ আমার প্রাণের খুশিতে জ্বেলে যায় প্রদীপ শিখাতে,লক্ষ তারার মাঝে আলো এলো রে এলোরে ঈদ বুঝিয়ে এলো। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক

তুমি হাসি খুশি থেকো যেমন হাসি থাকে ফুলে। দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে, ওই দুই হাত উড়ায়ে আজ আকাশে হয়ে যাও পাখি। আজ হলো তোমার খুশির ঈদ। ঈদ মোবারক

এই খুশির দিনে সবাই মিলে একসাথে যাই মাঠে নামাজ পড়তে, নামাজ শেষে কোলাকুলি আর আনন্দে মাতামাতি, ঈদের আনন্দ যেন সেখানেই ভাগাভাগি। ঈদুল আযহার শুভেচ্ছা

ঈদুল আযহার নামাজ শেষে বাড়ি ফিরেই শুরু হয়ে যায় বকরি আর গরুর সমাহার, গরু, বকরি কুরবানী করে সবাই মিলে ভাগাভাগি, সে আনন্দ যেন হয় প্রতিদিনই। – ঈদ মোবারক

বন্ধু তোমার রইল দাওয়াত আমার বাড়ি ঈদুল আযহার দিনে, আইসো তুমি আমার বাড়ি খাবে তুমি গরু নাকি বকরি, সবই আছে আমার বাড়ি। – ঈদ মোবারক

দেখা যায় ঈদুল আযহার চাঁদ বাকি আছে আর কয় রাত, তারপরেতেই সবাই মিলে করব ঈদের হাট, যেখানে গরু বকরির সমাহার, সবাই মিলে আনবো কিনে করব খুশিতে কোরবানি, দাওয়াত রইলো আপনাদের সবার আইসেন আমাদের বাড়ি।- ঈদ মোবারক

শুভ দিন রাত পোহালেই ঈদের দিন, উপভোগ করবে সারাদিন ঈদ পাবে না প্রতিদিন, দাওয়াত রইলো বন্ধু ঈদের দিন।- ঈদ মোবারক

ঈদুল আযহার শুভেচ্ছা

আজকে খুশীর বাদ ভেঙেছে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওয়াল মাসের ওই চাঁদ উঁকি দিয়েছে
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশী দূর
রমাজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর
(পবিত্র ঈদুল আযহা)

আকাশ মাটি কে বলছে
সূর্য পৃথিবী কে বলছে
চাঁদ তাঁরা কে বলছে
আর আমি তোমাকেই বলছি
(ঈদুল আযহা)

শুভেচ্ছা রাশি রাশি
গরু না খাসি
টিক্কা না ঝাল ফ্রাই
আরটিভি না চ্যানেল আই
রিলাক্স না বিজি
ডিজুস না ইজি
শাড়ি না শার্ট
উইশিং ফর্ম মাই হার্ট
(ঈদুল আযহা)

রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙিয়ে দেবো
ঈদের এই দিনে ।
(পবিত্র ঈদুল আযহা

কিছু কথা না বলা রয়ে যায়
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাঁদায়
শুধু এই দিন সব ভুলিয়ে দেয়
(ঈদুল আযহা)

বলছি আমি আমার কথা
ঈদে থাকবে না কো মনের ব্যথা
আমার জীবনে অনেক চাওয়া
ঈদ থেকে সব পাওয়া
ঈদের প্রতি তাই এতো ভালোবাসা“ঈদ মোবারক

যেমন ছিলাম, তেমন আছি।
বন্ধু তোমার পাশাপাশি।
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে মিছি?
যদি তোমায় ভুলে জেতাম,
তাহলে কি এসএমএস করে
” ঈদ মোবারক” জানাতাম ?
“EID MUBARAK”

উপসংহার

আশা করি আমাদের পোস্টের মাধ্যমে ঈদুল আযহার শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা খুঁজে পেয়েছেন। তাই আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন। আপনাদের সবার ঈদ উল আযহা অনেক ভালো কাটুক এই আশা রেখে আজকের পোস্ট এখানে শেষ করছি। ধ্যনবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Related Posts

Disclaimer: All trademarks, logos, images, and brands are property of their respective owners. If you have any opinion or request or you find any bug/issues, please Contact Us