কাশফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি

Share on:
কাশফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি

কাশফুল – শরতের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি কাড়ে এমন এক সাদা ফুল। নদীর তীর, বিল, বালুচর – যেখানেই চোখ যায়, সেখানেই কাশফুলের সাদা ঢেউ। কাশফুল শুধু একটা ফুল নয়, এটি শরতের এক অনন্য সৌন্দর্য। এই সাদা সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে চমৎকার কিছু ক্যাপশন, স্ট্যাটাস বা উক্তি দরকার। আমাদের এই আর্টিকেলে আপনারা পাবেন কাশফুলকে কেন্দ্র করে লেখা নানা ধরনের ক্যাপশন, স্ট্যাটাস এবং উক্তি। প্রকৃতির এই সুন্দর উপহারটিকে আরও মনোরমভাবে তুলে ধরতে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে সাজাতে এই লেখাগুলি আপনাকে সাহায্য করবে।

কাশফুল নিয়ে ক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন

প্রকৃতির সৌন্দর্য বিষয়ক ক্যাপশন:

কাশফুলের সাদা সমুদ্রে হারিয়ে গেলাম।

শরৎ এলেই মনে পড়ে, কাশফুলের সাদা ঢেউ।

প্রকৃতির ক্যানভাসে কাশফুলের সাদা রং।

কাশফুলের মতো মনটাও হালকা হয়ে যায়।

নদীর তীরে কাশফুলের সাদা রাজত্ব।

কাশফুলের দোলায় মন ভুলে যায় সময়।

কাশফুলের মতো সাদা, মনটাও শান্ত।

কাশফুলের সাদা রঙে মন ভরে গেল।

শরতের আকাশ, কাশফুলের সাদা, মনটাও সুখী।

১০

কাশফুলের সাদা রঙে জীবনটাকে নতুন করে দেখি।

ভাবগর্ভিত ক্যাপশন:

১১

কাশফুলের মতো সাদা স্বপ্ন দেখি।

১২

কাশফুলের মতো হালকা হতে চাই।

১৩

কাশফুলের সাদা রঙে হারিয়ে যেতে চাই।

১৪

কাশফুলের সাদা রঙে মনটা শান্ত হয়।

১৫

কাশফুলের মতো সাদা হতে চাই, কোনো দাগ ছাড়া।

১৬

কাশফুলের মতো সাদা মনের মানুষ খুঁজি।

১৭

কাশফুলের মতো সাদা মনের মানুষই সত্যি সুন্দর।

১৮

কাশফুলের সাদা রঙে জীবনটাকে নতুন করে দেখি।

১৯

কাশফুলের মতো সাদা মনের মানুষই সত্যি সুন্দর।

২০

কাশফুলের সাদা রঙে জীবনটাকে নতুন করে দেখি।

প্রিয়জনদের জন্য ক্যাপশন:

২১

তোমার মতোই সুন্দর, কাশফুলের সাদা রঙ।

২২

তোমার সঙ্গে কাশফুলের মাঠে ঘুরতে যেতে ইচ্ছে করে।

২৩

তোমার হাসি যেন কাশফুলের মতো সাদা।

২৪

তোমার সঙ্গে কাশফুলের মাঠে হাত ধরে হাঁটতে চাই।

২৫

তোমার চোখের মতোই নির্মল, কাশফুলের সাদা রঙ।

চটকদার ক্যাপশন:

২৬

কাশফুলের সাথে সেলফি তুলতে এসে হারিয়ে গেলাম।

২৭

কাশফুলের মাঠে আজ আমি রাজা।

২৮

কাশফুলের সাদা সমুদ্রে ডুব দিতে চাই।

২৯

কাশফুলের সাদা রঙে আমার মনও রাঙিয়ে দাও।

৩০

কাশফুলের সাথে আমার প্রেম হয়েছে।

কাশফুল নিয়ে স্ট্যাটাস

কাশফুল নিয়ে ক্যাপশন

প্রিয়! কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।

কাশফুলের তুলা আকাশে ছড়াবো, সেই তুলায় করে ভেসে যাবো বহুদূর। জনমানবশূণ্য নিভৃত কোনো স্থানে।

কাশফুলের শিরায় শিরায় লেখা আছে তোমার আর আমার প্রেম গাঁথা!

সাদা রঙের কাশ দিল আজ ছুটি কাশফুল সব আজ মহুয়ায় বন্ধি।

কাশফুলের ই গন্ধে আমি বিমোহিত রই।ও কাশফুল! এতো সুবাস পাচ্ছো তুমি কই?

কাশফুল কে ভালোবেসে ভরাই আমার মন, আমার মতো এমন ভালোবাসে আর কয় জন?

আমার জন্মদিনে না হয় একটা কাশফুল ই উপহার দিয়ো। এতেই হবে। তাতেই অনেক খুশি হব।

কাশফুল চাই। এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আমার আড়ি।

কাশফুলেদের যত্নে স্নেহে বেড়ে তুলি। তোমায় ছুঁবে বলে তারা মহানন্দে বেড়ে ওঠে।

১০

কাশফুলের মেলায় চলে যাবো একদিন। সেই মেলা থেকে তোমার জন্য এক জোড়া কাশফুলের ঝুমকো এনে দেব। খুশি হবে তো? তোমার ওই চাঁদপানা হাসিমুখ একবার দেখতে পেলে এ জীবনের কাছে আমার আর চাওয়ার কিছুই নেই।

১১

শরৎ রানী যেন কাশ এর বোরখা খানি খুলে_ কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে।

১২

তুমি কি প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করতে চাও তাহলে কাশবনে যাও।

১৩

তোমার হাতে বন্দী আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার ক্রীতদাস!

১৪

নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা।

১৫

বিকেল করে তুমি না হয় কাশফুল ই এনো!

১৬

কাশফুলকে কাছে ডেকে বলতে চাই খুব, আমি তোমার, তুমি মোর, পার করবো এই যুগ।

১৭

আমার মত কাশফুল কে ভালবাসে কয়জন, কাশফুল কে ভালবেসে ভরাই আমার মন।

১৮

কাশফুল মানে শরতকালের সৌন্দর্য বৃদ্ধি করা এবং সেইসাথে মানুষকে তার প্রেমে ফেলা।

১৯

তোমার ছোঁয়া পেলে কাশফুল ও যেন সুগন্ধে বিলীন হয়ে যায়!

২০

কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে।
প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে,
তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে।
ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে―
আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে।

কাশফুল নিয়ে ছন্দ

কাশফুল নিয়ে ক্যাপশন

শেষ বিকেলে পড়েছে আলো সাদা কাশবনে, কত কথা বলার আছে তোমার আমার সনে।

পাখি উড়ছে কাশবনে বৃষ্টি নেমেছে মনে, তোমার ছাড়া মরছি আমি ক্ষণে ক্ষণে।

চাঁদ হাসে কাশবনে কোকিল গায় গান, তোমার জন্য মনটি আমার করে আনচান।

এসেছে শরত ফুটেছে কাশফুল, বুকে এসো প্রিয় তুমি মিটিয়ে দেব সব ভুল।

কাশবনে বাতাস লেগেছে, লেগছে আমার মনে, চেয়ে আছি তোমার পানে ওরে অবুঝ কনে।

হও যদি প্রিয় তুমি দেব কত আদর, কাশবাগানে বিছিয়ে রেখেছি ভালোবাসার চাদর।

ভুলগুলো ফুল হোক জীবন যুদ্ধে লড়ুক, কাশবাগানের শীতল বাতাসে চুলগুলো উড়ুক।

কন্যা তুমি কাশবনে কার জন্য থাকো, চেয়ে দেখো পেতেছি বুক বানাবো হৃদয়ের সাঁকো।

বয়স তোমার কত হবে সত্যি করে বলো, মনের বয়স অনেক হয়েছে এখনি কাশবাগানে চলো।

১০

কাশফুলে ভ্রমর আসে খেতে কত মধু, তুমি যদি আসতে তবে করব তোমায় বঁধু।

১১

ছোঁয়া ছোঁয়া আরও ছোঁয়া নরম তুলতুল, তোমার বুকে ফুটে আছে নরম কাশফুল।

১২

নদীর বুকে উঠেছে ঝড় বুকে জাগে ভয়,কাশফুলের নরম ছোঁয়ায় তোমায় করব জয়।

১৩

কাশবনে গিয়ে যদি ডাকো প্রিয় আমায়, ছোঁয়ায় ছোঁয়ায় হারিয়ে যাবো তোমার বুকের সীমানায়।

১৪

বুকের মাঝে কাঁপছে তোমার ছোঁয়াটা কিসের? চেয়ে দেখো নদীর ধারে মেলা বসেছে কাশফুলের।

১৫

কাশ বনে এসো তুমি দেবো ভালোবাসা, ছোঁয়ায় ছোঁয়ায় জাগবে বুকে নতুন নতুন আশা।

১৬

কাশফুল ফুটেছে বনে পেতে দিয়েছি বুক, ঘনঘন শ্বাসপ্রশ্বাসে মনে জাগবে সুখ।

১৭

তোমার বুকের ঐ জমিনে ফুটেছে কাশফুল, আদরে সোহাগে বেঁধে দেব ঘন কালো চুল।

১৮

ভুল হোক শুদ্ধ হোক, হোক তবু ভালোবাসা, কাশফুল ফুটেছে বাগানে মনে জাগছে নতুন আশা।

১৯

তোমার আশায় কাশবনে পেতেছি চাদর, বুকু জড়িয়ে দেব তোমায় ভালোবাসার আদর।

২০

মুখ হাসে বুক কাঁপে, কাঁপে পুরো দেহ, কাশফুলের নরম ছোঁয়া দিয়েছে কি কেহ ?

কাশফুল নিয়ে কবিতা

কাশফুল নিয়ে ক্যাপশন

 শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!

ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন,
নদীর তীর কত যে নিবিড়;
মন হয় উচাটন!

হাওয়ায় দোলে ফুলদল
উড়ে যেতে চায় সুদূরে;
মায়া-মমতায় আটকে আছে
পাশাপাশি অঙ্গাঙ্গীভাবে!

 ফুলের মাঝে পাখীরা ওড়ে
প্রজাপতি নেচে চলে বাড়ি।
কাশকন্যাদের হাসির রেখায়
বিলীন হয়ে যায় পরী!

উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙাবে
মৃদুমন্দ পূবালী বায়!

ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর।
নীলাকাশে উড়ছে
সাদা মেঘ স্তরে স্তর।

ধরাধামে নেমে এলো
এলোকেশী উর্বশী!
কপালেতে নীল টিপ
যেন পূর্ণিমা শশী।

নীল শাড়ি লাল পাড়ে
শ্যামলী তন্বী মনোহারী!
কাশবনের রাজকন্যা
যেন আসমানী পরী!

পড়ন্ত বিকেল;
কালো মেঘে ছেঁয়েছে আকাশ,
হয়তো হঠাৎ নেমে আসবে
এক পশলা বৃষ্টি।
হাঁটছি আমি;
রাস্তার দু’পাশে বাতাসে দোলায়মান কাশফুলগুলোর
ঠিক মাঝখানটি ধরে।
কোনো উদ্দেশ্য নেই,
নেই কোথাও পাড়ি জমানোর আকাঙ্খা।
তবু কেন হাঁটছি আমি..
হয়তো আজি বহুদিন পর এই মনটা
আবারো খুঁজছে তোমায়,
হয়তো  শরতের স্নিগ্ধ শুভ্র কাশফুলগুলোর মাঝে
আবারো অবলোকন করছি তোমায়।
তোমার মনে আছে..
মনে থাকবেই না কেনো।

এইতো বছরখানেকের কথা-
ঠিক ছিল এমন-ই একটা দিন।
যেদিন একগুচ্ছ শুভ্র কাশফুল নিয়ে
হাঁটুগেড়ে বসে তোমায় বলেছিলাম-
এই সিধুটাকে তোমার মনের মন্দিরে
একটু স্থান দেবে..
জবাবে পেয়েছিলাম ঠোঁটের কোণে
লেগে থাকা মুচকি হাসি।
কিন্তু আজ তুমি নেই।
তুমি ঐ শুভ্র কাশফুলের রঙ্গে
নিজেকে সাজিয়ে চলে গেছো
এক না ফেরার দেশে।
আমি জানি তুমি কেন
বলোনি আমায়-
কেন বলোনি তুমি মরণব্যাধি ক্যান্সারে
আক্রান্ত;
এই সিধুটা কষ্ট পাবে এইতো।
কষ্টতো আমি আজও পাচ্ছি
তোমাকে হারানোর কষ্ট।
আজি তোমাকে দেখতে পাই
ঐ শুভ্র কাশফুলগুলোর মাঝে,
তাইতো আজও বলে উঠি-
তোমাকে খুব ভালবাসি কাশফুল
আমি সত্যি-ই তোমায় খুব ভালবাসি।

উপসংহার

আশা করি এই আর্টিকেল আপনাদের কাশফুলের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে সাহায্য করবে। কাশফুলের সাদা সৌন্দর্যকে আরও মনোরমভাবে তুলে ধরতে এই ক্যাপশন, স্ট্যাটাস এবং উক্তিগুলো আপনার পোস্টকে আরও আকর্ষণীয় করে তুলবে। প্রকৃতির এই সুন্দর উপহারটিকে আমরা সবাই মিলে যত্ন করে রাখার চেষ্টা করি। কাশফুলের ছবি তুলে শেয়ার করে আপনিও এই প্রচেষ্টায় অংশ নিতে পারেন। মনে রাখবেন, কাশফুল শুধু একটা ফুল নয়, এটি শরতের এক অনন্য সৌন্দর্য। এই সৌন্দর্যকে আপনার মনের মতো করে ক্যাপচার করুন এবং সারা পৃথিবীর সঙ্গে শেয়ার করুন। আপনার সৃজনশীলতা কাজে লাগিয়ে কাশফুল নিয়ে আরও অনেক সুন্দর ক্যাপশন, স্ট্যাটাস এবং উক্তি তৈরি করতে পারেন। আমাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Related Posts

Disclaimer: All trademarks, logos, images, and brands are property of their respective owners. If you have any opinion or request or you find any bug/issues, please Contact Us