ঘরে বসেই অনলাইন জিডি করার নিয়ম ২০২৪

Share on:
অনলাইন জিডি

বর্তমান দৈনন্দিন জীবনে লেনদেন, চুরি, ছিনতাই,মারামারি, হুমকি ধামকি, প্রতারণা শিকার, হামলা-মামলা ,মালামাল চুরি,মোবাইল হারানো ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে আপনাকে নিকটবর্তী থানায় গিয়ে জিডি করতে হতে পারে। কিন্তু এখন থেকে অনলাইনে জিডি করা যায় বিধায় আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবে না। সম্প্রতি বাংলাদেশ পুলিশ দেশের জনগণের সুবিধার্থে অনলাইনে জিডি করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এখন থেকে যেকোন প্রয়োজনে থানায় না গিয়ে ঘরে বসে যেকেউ উপযুক্ত তথ্যাদি দিয়ে অনলাইনে জিডি করতে পারবেন এবং পুলিশের সেবা নিতে পারবেন। আপনার কোন মালামাল বা প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা গৃহপালিত পশু হারিয়ে গেলে কিংবা চুরি, ছিনতাই বা প্রতারণার শিকার হলে আপনি কি ভাবে অনলাইন জিডি করবেন তা এই আর্টিকেলে আলোচনা করা হল।

অভিযোগ করার জন্য যা প্রয়োজন

  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
  • আপনার সচল মোবাইল।
  • আপনার লাইভ ছবি।

অনলাইনে জিডি করার নিয়ম

অনলাইন জিডি

১। অনলাইন জিডির ব্যবহারকারী হিসেবে প্রথমে নিবন্ধন করুন। নিবন্ধনের জন্য প্রথমে Online GD এ্যাপসটি download করে আপনার মোবাইলে install করুন। (আপনার মোবাইলে ইতোপূর্বে এ্যাপস্ টি install করা থাকলে তা uninstall করে পুনরায় Install করে নিন।)

অনলাইন জিডি

২। অ্যাপসটি ইন্সটল করা সম্পূর্ণ হলে , অ্যাপসটি ওপেন করে উপরের ছবির ন্যায় নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে।

অনলাইন জিডি

৩। এখন আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

অনলাইন জিডি

৪। আপনার প্রেরিত ফোন নাম্বারে ছয় ডিজিট কোডের একটি এসএমএস আসবে। কোডটি সঠিকভাবে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

অনলাইন জিডি

৫। এখন আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে পরিচয় পত্র যাচাই অপশনে ক্লিক করুন।

অনলাইন জিডি

৬। আপনার প্রেরিত তথ্যগুলো সঠিক হলে উপরের ছবির ন্যায় চিহ্নিত অপশনে ক্লিক করুন

অনলাইন জিডি

৭। এরপর আপনার ফোনের ক্যামেরাটি চালু হয়ে গেলে উপরের ছবির ন্যায় চিহ্নিত অংশে ক্লিক করে আপনার একটি ছবি উঠাতে হবে।

অনলাইন জিডি

৮। ছবি উঠানো সম্পন্ন হলে এবার একটি ছয় বা তার অধিক সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট করুন।

অনলাইন জিডি

৯। পাসওয়ার্ড সঠিক ভাবে সেট করার পর কিছু সময় অপেক্ষা করুন। কিছু সময় অপেক্ষার পর উপরের ছবির ন্যায় সাকসেস লেখা আসলে ওকে অপশনে ক্লিক করে হোমে ফিরে যান।

অনলাইন জিডি

১০। উপরের কাজগুলো সম্পূর্ণ হলে এবার হোম পেজে ফিরে এসে উপরের ছবির ন্যায় চিহ্নিত অংশের প্রবেশ করুন বাটনে ক্লিক করুন।

অনলাইন জিডি

১১। এখন উপরের তথ্যগুলো সঠিক হলে পরবর্তী বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যান।

অনলাইন জিডি

১২। আপনার ছবি জাতীয় পরিচয় পত্র নম্বর ও মোবাইল নম্বর সঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন।

অনলাইন জিডি

১৩। এখন উপরের ছবির নেয় চিহ্নিত অংশে আপনার একটি স্বাক্ষর দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।

অনলাইন জিডি

১৪। উপরের ছবির ন্যায় চিহ্নিত অংশে আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন এবং একটি ভ্যালিড ইমেইল দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

অনলাইন জিডি

১৫। জিডি করার জন্য আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, এখন আপনি চাইলে অনলাইনে জিডি করতে পারবেন। যদি আপনার কোন কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে উপরের ছবির ন্যায় চিহ্নিত হারানো অংশে ক্লিক করুন।

অনলাইন জিডি

১৬। এখন আপনার যে জিনিসটি হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে তা সিলেট করুন।

অনলাইন জিডি

১৭। এখন আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসটির বিস্তারিত তথ্য সঠিকভাবে প্রেরণ করুন।

অনলাইন জিডি

১৮। সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে সাবমিট করুন। এই পর্যায়ে আপনি এই পর্যন্ত আপনার পণ্যের বিষয়ে যেসকল তথ্য দিয়েছেন সবগুলো আরোও একবার আপনার সামনে প্রদর্শিত হবে। অনলাইনে আপনার দেয়া সবগুলো তথ্য খুব ভালোমতো যাচাই বাছাই করে দেখুন যদি কোন গরমিল দেখেন তাহলে Edit অপশনে ক্লিক করে তথ্য পুনরায় সংশোধন করে নিন। আর যদি সব সঠিক থাকে তাহলে Final submit বাটনে ক্লিক করুন।

অনলাইন জিডি

১৯। আপনার জিডি আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার জিডি ফর্মটি প্রিন্ট করে নিতে পারেন। তবে অব্যশই আপনার জিডি কোডটি নোট করতে ভুলবেন না। এরপর আপনি Go back to home বাটনে ক্লিক করুন।  আপনার জিডি আবেদনের সকল আপডেট তথ্য দেখতে পাবেন। অর্থাৎ অপেক্ষমান জিডি, গৃহীত জিডি, অগৃহীত জিডি, তদন্তাধীন জিডি ও নিষ্পত্তি জিডি।

এভাবেই আপনারা একটি সঠিক অনলাইন জিডি করতে পারবেন।

অনলাইন জিডি অ্যাপস্‌ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ

  • খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
  • আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
  • আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
  • অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।

উপসংহার

আশা করি আর্টিকেলটি থেকে আপনারা অনলাইন জিডি সম্বন্ধে ধারণা লাভ করতে পেরেছেন এবং কিভাবে একটি সঠিক অনলাইন জিডি করতে হয় তার সঠিক গাইডলাইন পেয়েছেন। আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Related Posts

Disclaimer: All trademarks, logos, images, and brands are property of their respective owners. If you have any opinion or request or you find any bug/issues, please Contact Us