দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ (Doa Qunut Bangla)

Share on:
দোয়া কুনুত বাংলা

দোয়া কুনুত একটি বিশেষ দোয়া যা আমাদের নবী মুহাম্মদ (সা.) আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটি নম্রতা, আনুগত্য এবং আল্লাহ তায়ালার প্রতি ভক্তির প্রকাশ। এটি বিতর নামাজের শেষ রাকাতে পড়া হয়। এটি পাঠ করলে অনেক ফজিলত লাভ হয়। তাই আমরা সকলেই দোয়া কুনুত পাঠ করার চেষ্টা করব।

দোয়া কুনুত আরবীতে

اللّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ، اللّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

উচ্চারণ

“আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।”

অনুবাদ

“হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।”

দোয়া কুনুত সম্পর্কে হাদিস

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি একরাতে নবী (সা.)-এর নিকটে ছিলাম। তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সুরা আআলা পাঠ করলেন। এরপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরূন পাঠ করলেন এবং রুকু-সিজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনুত পড়লেন।’ (কিতাবুল হুজ্জাহ ১/২০১; নাসবুর রায়াহ : ২/১২৪)

দোয়া কুনুত কখন পড়তে হয়?

দোয়া কুনুত হলো বিতর নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিতর নামাজ হলো একটি বেজোড় সংখ্যক রাকাত বিশিষ্ট নামাজ। এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেকোনো সময় বিতর নামাজ পড়া যায়। দোয়া কুনুত সাধারণত বিতর নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানোর পরে পড়া হয়। হানাফি মাজহাব অনুযায়ী, দোয়া কুনুত রুকুর আগে পড়া হয়। তবে অন্যান্য মাযহাবে রুকুর পরে পড়ার মতও রয়েছে।

দোয়া কুনুতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তার কাছে নত হই, তার কাছে ফিরে যাই, তার কাছে আশ্রয় চাই, তার রহমত কামনা করি এবং তার আযাব থেকে ভীত থাকি। দোয়া কুনুত পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি আসতে পারি, আমাদের ঈমানকে মজবুত করতে পারি এবং আমাদের জীবনে রহমত ও বরকত বয়ে আনতে পারি।

উপসংহার

দোয়া কুনুত একটি বিশেষ দোয়া যা আমাদের নবী মুহাম্মদ (সা.) আমাদেরকে শিখিয়েছেন ।আশা করি এই আর্টিকেলটি পড়ে সঠিকভাবে শিখতে পারবেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Related Posts

Disclaimer: All trademarks, logos, images, and brands are property of their respective owners. If you have any opinion or request or you find any bug/issues, please Contact Us