শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস (আপডেটেড ২০২৪)

Share on:
শুভ জন্মদিনের শুভেচ্ছা

আপনি কি আপনার প্রিয়জনদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান? বন্ধু, ভাই, বোন, বাব, মা, মেয়ে বা ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাই আমরা পছন্দের স্ট্যাটাস খুঁজে থাকি। তাই আজকের পোস্টে আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। পছন্দের মানুষের জন্য জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে আমাদের আর্টিকেলটি পড়তে থাকুন।

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

বন্ধুরা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। রক্তের বন্ধন না থাকলেও, তারা আমাদের আত্মার বন্ধু। তাই বন্ধুদের জন্মদিনকে আরও বিশেষ করে তোলার জন্য, আমরা তাদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারি। আমরা বন্ধুদের জন্য জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা জন্মদিনের শুভেচ্ছা এসএমএস পাঠাতে পারি।

শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন,

শুভ হোক পথচলা,

অটুট হোক কথাবলা,

শুভ হোক তোমার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,

শুভ জন্মদিন।

আকাশে অনেক তারা চাদ দিচ্ছে আলো,

জন্মদিনের মতন তুমি,

সদাই থেকো ভালো শুভ জন্মদিন।

সমুদ্রের গভির থেকে নয়,

  নিলীমার নীল থেকে নয়,

সাগরের জল থেকে নয়,

অন্তরের গভীর থেকে বলছি শুভ জন্মদিন।

তবে আমাদের কিছু বন্ধু থাকে যাদের সাথে ফর্মাল সম্পর্কের চাইতে দুস্টমিই বেশি করা হয় তাদের জন্য লিখতে পারেনঃ

যেদিন তুই ল্যাংটো ছিলি সেদিনই তোর বন্ধু ছিলাম,

যেদিন তুই প্যান্ট পড়তে শিখলি সেদিনও তোর পাশে ছিলাম।

আজও আছি সেই পাশাপাশি,

জিবনের শেস দিনও বন্ধু তোকেই ভালোবাসি,

শুভ জন্মদিন।

শুভ জন্মদিন বন্ধু দোয়া করে দিলাম,

তুই একটা শাকচুন্নির মত সুন্দরি বউ পাবি।

তোর জন্য ভালোবাসা, আর উপহার লক্ষ গোলাপ জুই,

শত দিন পরেও বন্ধু থাকবি পাশে তুই,

শুভ হোক প্রতিদিন শুভ জন্মদিন।

আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
! Happy Birthday bondhu !

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

ছেলে বা মেয়ে, উভয়েরই কিছু বন্ধু থাকে। এদের মধ্যে মেয়ে বন্ধুদের আমরা বন্ধবি বা বেস্টি বলি। তারা আমাদের শুধু বন্ধু নয়, তারা আমাদের বোনের মতো। তারা আমাদের জীবনেরই একটা অংশ। তাই তাদের জন্মদিনটা আমাদের কাছে স্পেশাল। তাই তাদের জন্য শুভেচ্ছা জানাতে পারি।

বছর ঘুরে আজ এলো এমন একটি দিন আজ তোর জন্মদিন,

ভালো থাকিস শুভ জন্মদিন।

১০

Aফর আমি 

B ফর বলছি 

C ফর চুন্নি 

D ফর ডাইনি 

E ফর ইবলিশ 

F ফর ফকিন্নি

G ফর গাধি

H ফর Happy Birthday To You.

১১

আজকের এই দিন,
তোমার জন্য হোক রঙিন।
! শুভ জন্মদিন !

১২

সকাল থেকে সন্ধ্যা,
তোমার জন্মদিন হোক উজ্জ্বল,
জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
! শুভ জন্মদিন !

১৩

আজ বারোটায়,
একটু খানি কাটিয়ে
ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
! শুভ জন্মদিন !

প্রেমিক/প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আমাদের সবার জীবনেই ভালোবাসার মানুষ থাকে, যারা আমাদের কাছে খুব বেশি স্পেশাল হয়। পরিবারের কেও না হয়েও সে হয়ে যায় জীবনের গুরুত্বপূর্ণ ব্যাক্তি। সে হোক প্রেমিকা/প্রেমিক বা স্ত্রী/স্বামী। এরা আমাদের আত্তার একটি অংশ হয়ে যায়। তাই তারা যেদিন দুনিয়াতে এসেছে সে দিনটি আমরা স্মরণ করতে চাই। তাদের চমকে দিতে ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাই আমরা।

১৪

নতুন সকাল , নতুন দিন,
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
! শুভ জন্মদিন !

১৫

আজকের এই সময়টা,
শুধু তোমার জন্য আর
কারো নয়।
! শুভ জন্মদিন !

১৬

তোমার জন্য প্রার্থনা করি,
১২ মাস আনন্দের,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের !
! শুভ জন্মদিন !

১৭

জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
! শুভ জন্মদিন !

১৮

রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা,
আমার মনে একটি আশা,
দিবো তোমায় ভালোবাসা।
! HAPPY BIRTHDAY !

১৯

তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
! শুভ জন্মদিন !

২০

আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়ে
! শুভ জন্মদিন !

২১

চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
! Happy Birthday !

২২

রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
! শুভ জন্মদিন !
Janu

২৩

কোন রাজার সিংহাসন
থেকে নয়,
হিমালয়ের পাদদেশ
থেকে নয়।
৭ সমুদ্র ১৩ নদীর ওপাড়
থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির
থেকে জানাই শুভ জন্মদিন।

মা/বাবার শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আমাদের মা বাবা আমাদের জীবনের জন্য অপরিহার্য। তারা আমাদের প্রতিদিনের ভালোবাসা, যত্ন, এবং সমর্থনের জন্য দায়ী। তাদের জন্মদিনে আমরা তাদের জন্য একটি বিশেষ কিছু করতে পারি, যেমন একটি এসএমএস, স্ট্যাটাস, বা উপহার। এটি তাদের আমাদের মনে আছে এবং তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা দেখানোর একটি দুর্দান্ত উপায়।

২৪

বাবা, তোমাকে শুভেচ্ছা,
বিশেষ এই দিনটির মতোই
আমার জীবনের বিশেষ মানুষ তুমি।
! শুভ জন্মদিন বাবা !

২৫

মা জননী চোখের মনি
অসিম তোমার দান.
খোদার পরে তোমার আসন
আসমানের সমান,
ত্রিভুবনে তোমার মত হয় না
কারো মান,
! শুভ জন্মদিন মা !

২৬

প্রথম স্পর্শ “মা”
প্রথম পাওয়া “মা”
প্রথম শব্দ “মা”
প্রথম দেখা “মা”
আমার জান্নাত তুমি “মা”
! শুভ জন্মদিন মা !

২৭

“মা” দিয়ে মাসজিদ,
“মা” দিয়ে মাদ্রাসা,
“মা” দিয়ে মাদিনা,
“মা” দিয়ে মাক্কা,
সো “মা” কে কেউ কষ্ট দিয় না,
! শুভ জন্মদিন মা !

বড় ভাই/বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আমাদের বড় ভাই বা বড় বোনরা আমাদের জীবনে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আমাদের শৈশবের স্মৃতিগুলোর সাথে জড়িত। তারা আমাদেরকে বড় হওয়ার পথে সাহায্য করে। তাই তাদের জন্মদিনে আমরা তাদের জন্য একটি বিশেষ কিছু করতে পারি, যেমন একটি এসএমএস, স্ট্যাটাস, বা উপহার। এটি তাদের আমাদের মনে আছে এবং তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা দেখানোর একটি দুর্দান্ত উপায়।

২৮

! শুভ জন্মদিন বনু !
জীবনে অনেক অনেক সুখী হও,
সব ইচ্ছেগুলো পূরণ হোক,
এই কামনায় করি।
আর হ্যা ভালো করে পড়াশুনা করো
”””’না হলে””’
কিন্তু তোমার জন্য ভালো বর পাবোনা।
এটা মাথায় রেখো।

২৯

বাবা মায়ের পর,
সবচেয়ে আপন বলে যাকে জেনেছি,
সেই মানুষটি হচ্ছো তুমি দিদি।
আর আজকে তোমার জন্মদিনে,
তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।
! শুভ জন্মদিন দিদি !

৩০

শুভ রজনী শুভ দিন,
আমার প্রিয় ভাই আজকে তোমার জন্মদিন।
জন্মদিনে কি বা দিবো তোমায়,
এক বুক ভালবাসা ছাড়া,
কিছুই দেওয়ার নেই আমার।
! শুভ জন্মদিন প্রিয় ভাই !

৩১

তনয়ের মত উজ্জ্বল হও।
তটিনীর মত চঞ্চল হও।
অম্বর এর মত করে উদার হও।
আর ঢেউয়ের মতন হও উচ্ছল।
! শুভ জন্মদিন ভাই !

ছোট ভাই/বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আমাদের ছোট ভাই বা ছোট বোনরা আমাদের জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের শৈশবকে আরও আনন্দদায়ক করে তোলে। তাই তাদের জন্মদিনে আমরা তাদের জন্য একটি বিশেষ কিছু করতে পারি, যেমন একটি স্ট্যাটাস বা একটি উপহার। এটি তাদের আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দুর্দান্ত উপায়।

৩২

আজ তোমার জন্মদিন,
এলো খুশির শুভদিন,
সর্বদা থাকে যেনো তোমার মন,
এমনি আনন্দে রঙিন,
! হ্যাপি বার্থডে !

নিজ সন্তানের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আমাদের সন্তানরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের আনন্দ, দুঃখ, এবং সবকিছুই ভাগ করে নেয়। তাই তাদের জন্মদিনে আমরা তাদের জন্য একটি বিশেষ কিছু করতে চাই। একটি স্ট্যাটাস তাদের আমাদের মনে আছে এবং তারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা দেখানোর একটি দুর্দান্ত উপায়।

33

আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে.
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
! শুভ জন্মদিন !

34

আরো একটি বছর করলে তুমি পার,
সুস্থ থাকো, ভালো থাকো,
এই কামনা করি বার বার।
! শুভ জন্মদিন !

জন্মদিনের ফেসবুক স্ট্যাটাস

আপনার ফেসবুকের বন্ধুদের জন্মদিন হলে, আপনি চাইলে তাদের জন্য আমাদের এই স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার বন্ধুরা খুশি হবেন এবং আপনার ভালোবাসা অনুভব করবেন। তাই দেরি না করে আপনার বন্ধুদের জন্মদিনে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানান।

  • একটা বছর বেড়ে যাবে আর একটা মোমবাতি।  আর তোমার সাথে অতীত, বর্তমান, ভবিষ্যতে এক হয়ে থেকেছি এবং থাকব। শুভ জন্মদিন।
  • এই দিনে সবকিছু হউক নতুন করে। জড় জীর্ণ অতীতটাকে রেখ না আর মনে নব উদ্দমে শুরু হক তোমার জীবন। শুভ জন্মদিন।
  • অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলাই শ্রেয়। শুভ জন্মদিন। 
  • রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই থাকে একটা সুদিনের আশায়, আমি থাকি তোমার জন্মদিনের আশায় কারন তুমি ট্রিট দিবে। শুভ জন্মদিন।
  • আজ তোমার ২১তম জন্মদিন। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে যেও না আজ, বহু বছরের প্রাপ্তি অর্থহীন মনে হতে পারে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ায়।  বহু বছরের অপ্রাপ্তি ভুলিয়ে দিতে পারে প্রিয়মুখের এক চিলতে হাসি। শুভ জন্মদিন।
  • আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি। কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, তোমাত  মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন।

জন্মদিনের শুভেচ্ছা কবিতা

জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা সবাই জানি। কারণ জন্মদিন একটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সকল মানুষের কাছে বিশেষ। তাই আমাদের প্রিয়জনদের জন্মদিনে আমরা তাদের জন্য কিছু বিশেষ করতে চাই। কবিতা একটি দুর্দান্ত উপায় যা আমরা আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তাই আমাদের প্রিয়জনদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা তাদের জন্য একটি কবিতা লিখতে পারি। অথবা আমাদের ওয়েবসাইট থেকে একটি কবিতা সংগ্রহ করে তাদের পাঠাতে পারি।

‘জন্মদিনের দিনে বাড়ছে খুশি
বাড়ছে সুখের আলো
আমি বন্ধু ভালোই আছি
তুমিও থাকো ভালো,

‘শুভেচ্ছা তোমায় ভালো থেকো
আজকে তোমার জন্মদিন,
জীবন ভর সুখে থেকো
বাজুক অমরণ সুখের বীন”

“দূর থেকে জানাই
ভালোবাসা তোমায়
তোমার জন্মদিনে
বারে বার আসুক এদিন
তোমার জীবনে।

” ভুলে যাও সব গ্লানি
আজ তোমার জন্মদিন
নতুন করে শুরু করো
মুছে দিয়ে সব ক্লান্তির ঋণ”

” আজ তোমার জন্মদিনে
কি দেবো তোমায় উপহার
সুখের মালা বরণডালা
নাকি কোন স্বর্ণ হার,
তোমার মাঝে পেয়েছি আমি
অপরূপ এক সুন্দরী,
রুপে নয় তো শুধু গুনেও তুমি সুন্দরী।

“ জন্মদিনের শুভেচ্ছা জানাই
হে অপরূপা,
পূর্ণ হোক তোমার সফলতা
পূর্ণতাই তোমার পূর্ণিমা,

” জাদুর কাঠি রুপার কাঠি
না আনতে পেরেছি জন্য
স্বর্ণ কাঠি তোমার জন্য,
আজ এই জন্মদিন-এর
শুধু আনতে পেরেছি একরাশ
ভালোবাসা তোমার জন্য”

” জন্মদিন মানে আনন্দ
তাই দিনটি নিজের জন্য
আনন্দঘন করতে অন্যকে
খুশি করতে দিনটিকে ব্যাহত করুন
এতে আপনার জন্মদিন স্মরণীয় হয়ে থাকবে।

” আপনি জীবনে শুধুমাত্র একবার তরুণ, কিন্তু অপরিপক্কতা চিরকাল। শুভ জন্মদিন। জন্মদিনের অভিনন্দন।

” এটা তোমার জন্মদিন! আমরা কামনা করি যে তুমি জীবনে যা চাও তা তোমার কাছে আসে ঠিক যেভাবে তুমি এটি কল্পনা করেছিলে বা আশা করেছিলে। শুভ জন্মদিন।

” জন্মদিনে তোমার জন্য করি
দীর্ঘায়ু কামনা,
পূরণ হোক তোমার
জীবনের সকল বাসনা।

শুভ জন্মদিনের শুভেচ্ছা উক্তিসমুহ

” জন্মদিনে মনটা আনন্দে ভরে যায়
কাছে পেতে চায় সব আপন জনকে
সবার ভালবাসায় সিক্ত হয়ে
আরেকটি বছর পার করার
শক্তি সঞ্চিত হয়ে যায়
ভালোবাসার আলোয় ঘিরে থাকে
পুরো দিনটি আর মনে হয়
ইস প্রতিটি দিন যদি হতো জন্মদিন এর মতো।

” জন্মদিনের শুভেচ্ছা কুড়ানোর পর
তোমাকে সব সময় তোমার
বাবা মাকে ধন্যবাদ জানানো উচিত
তাদের বলা উচিত হে পিতা মাতা
তোমার কারনে দেখেছি ধরণী
এসেছে এই দিনে পৃথিবীতে
তোমার কারনে বেঁচেছি এত বছর
তোমার দেওয়া সুখের বৃষ্টিতে।

” মিষ্টি সোনা ছোট্ট পরী আজ তোমার জন্মদিন।
বড় হয়ে তুমি শুধাবে আমার সকল ঋণ
ভালোবাসায় সিক্ত করে তোমায় করছি বড়
বৃদ্ধকালে তুমি আমায় দেবে সুখের আলো।
শুভ জন্মদিন

” দিন যায় দিন আসে,
বছর যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি ভালো দিনের,
আর আমি বন্ধু আশায় থাকি তোমার জন্মদিনের।
শুভ জন্মদিন

‘ স্বপ্নগুলো সত্যি হোক তোমার
দূরে চলে যাক সকল নিরাশা
জন্মদিনের এই দিনটার মত কাটুক সারা জীবন
এটাই আমার আশা।
শুভ জন্মদিন।

” পেছনে ফেলে দাও সব দুঃখ
ঝেরে নাও সকল অভিমানের বোঝা
তোমার এই জন্মদিনে রইলো
আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা”

” সুখের দিনগুলো চলে যায় এভাবেই
কিন্তু তোমার জন্মদিন বার বার আসুক
তোমার জীবনে বয়ে জক সুখ আর
সফলতার অপরিসীম ঢেউ
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায়
জেনে রাখ আমি তোমার আপন কেউ ‘

” হাজার গোলাপের শুভেচ্ছা রইল তোমার জন্মদিনে,
প্রতিবছর যাক তোমার জন্মদিনের প্রতিটি ক্ষণ সুখের প্রহর গুনে গুনে।

” এই দিনে পৃথিবীতে এসে তুমি করেছ পৃথিবীতে আলো,
তোমার থেকে নয়কো আমার কাছে আর কেউ ভালো,
তোমার সফলতা চাই আমি প্রতি ক্ষণে ক্ষণে,
তোমাকে তোমার জন্মদিনের ভালোবাসা জানাই আমি মনে মনে,

” হাজার বছর বেঁচে থাকো
প্রতিবছর জানাবো তোমায় শুভ জন্মদিন“

” অবশেষে, তোমার বিশেষ দিনটি ঘনিয়ে এসেছে। নতুন বছরকে টেঁনে নিতে এবং পুরাতন বছরকে বিদায় জানাতে সবাই আজ একত্রিত। শুভ জন্মদিন।

” আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে,
পাওয়া না পাওয়ার হিসাব টা না হয় আজ রেখে দিও,
জীবন থেকে চলে যাওয়ার একটি বছরের জন্য আফসোস না করে
নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও। শুভ জন্মদিন।

উপসংহার

আশাকরি আজকের আর্টিকেলে ‘শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বার্তা, কবিতা, উক্তি’ পড়ে আপনি আপনার প্রিয় মানুষকে পাঠানোর মতো সেরা জন্মদিনের শুভেচ্ছা বার্তাটি পেয়ে গিয়েছেন এবং প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাটি পাঠিয়ে দিয়েছেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Related Posts

Disclaimer: All trademarks, logos, images, and brands are property of their respective owners. If you have any opinion or request or you find any bug/issues, please Contact Us